সাগরের তীর ঘেঁষে নির্মিত হচ্ছে ১৭ কিমি সড়ক [ভিডিও]
প্রকাশিত : ২৩:২৮, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৩১, ১৭ এপ্রিল ২০১৮
বঙ্গোপসাগরের তীর ঘেষে নির্মিত হচ্ছে আট লেনের সড়ক। পতেঙ্গা থেকে ফৌজদার হাট পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণে ব্যয় হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা।
সড়কটি নির্মিত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বন্দর নগরীর দুর্বল অবকাঠামো, যানজট এবং সড়কের অব্যবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগ। এ অবস্থায় চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে আউটার রিং রোড। এরইমধ্যে শেষ হয়েছে ৭০ভাগ কাজ।
১৭ কিলোমিটার দীর্ঘ আর ২১ মিটার প্রস্থ এই সড়কটি সংযুক্ত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে। অপর প্রান্ত সংযুক্ত করবে কর্ণফুলীর তলদেশে নির্মাণ হওয়া টানেলের সঙ্গে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে সড়কটি থাকছে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনও।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুছ ছালাম জানান, আগামী বছর সড়কটির নির্মাণ কাজ শেষ হবে।
এদিকে বন্দর নগরীর উন্নয়নে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন হলে চট্টগামের চেহারাই পাল্টে যাবে বলে মনে করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
ভিডিও:
আরও পড়ুন