ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাড়ে তিন ফুটের মডেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:২২, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন ড্রু প্রেস্টা। যুক্তরাষ্ট্রের রেনো শহরে বসবাসকারী ২১ বছর বয়সী ড্রু প্রেস্টা এখন লস অ্যাঞ্জেলসের উদীয়মান নারী মডেল। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে এই অল্প উচ্চতার জন্য ভীষন রকমের বেগ পেতে হয়েছে। এমনকি তার নিজের শহর রেনোতেও ছিল নানা প্রতিবন্ধকতা। ছোটবেলা থেকেই মানুষ তাকে হেয় করে বিভিন্ন হাস্যকর নামে ডাকত।

মাত্র ৩ ফুট উচ্চতার কারণে তিনি পদে পদে অপমানিত হয়েছেন মানুষের কাছে। কত যে কটাক্ষ শুনতে হয়েছে তাকে তার কোনো ইয়াত্তা নেই।

ড্রু নামের এই তরুণী জন্ম থেকেই বামন। এমনকি তার পরিবারের ইতিহাসে ড্রু ছাড়া আর কোনো বামন সন্তান জন্ম নেয়নি।

সমাজের সব কটুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ড্রু তার স্নাতক ডিগ্রি শেষ করেই চলে আসেন লস অ্যাঞ্জেলসে। আর যোগ দেন মডেলিংয়ে। লাইট ক্যমেরার আর সাজসজ্জার মধ্য দিয়ে একদিন ঠিকই পৌঁছে যাবেন তার স্বপ্নের দিকে। তবে এ ব্যাপারে ড্রুয়ের পরিবার তাকে যথেষ্ট সাহায্য করছেন বলেও জানিয়েছেন ড্রু প্রেস্টা।

সূত্র : ইন্ডিয়া ডট কম

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি