ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে চোরচালানী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৯ এপ্রিল ২০১৭

সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ওজনের ৫টি সোনার বারসহ এক চোরচালানীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে সীমান্তে বিজিবি’র বাঁশকল চেকপোষ্ট এলাকা থেকে এগুলো আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশকল চেকপোষ্ট এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে চেকপোষ্ট অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা চোরাচালানী এছহাক আলী গাজীর গতিরোধ করে। তার মোটর সাইকেলের তেলের ট্যাংকের মধ্যে সোনার বারগুলো পাওয়া যায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি