ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত : ১৭:১৭, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৭, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

clashআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার তালায় খলিলনগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে খলিলনগরের ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন ৫ জন। গুরুতর আহত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রণব ঘোষ বাবলুকে প্রথমে তালা হাসপাতলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি