সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
প্রকাশিত : ০৮:৫৯, ২৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:১১, ২৫ নভেম্বর ২০২৩
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের প্রকৌশলী অসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। তারা উভয়ে ভারতের শিলিগুড়ির বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে খুলনায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার দুইজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী স্ত্রীসহ প্রকৌশলী অসিম কুমার বিশ্বাস নিহত হন। এ সময় গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক। আশঙ্কজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ
আরও পড়ুন