ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ন অবদান রেখে আসছে। বাংলাদেশে হোমিও চিকিৎসার প্রসার ঘটানো হলে তা স্বাস্থ্য সেবায় নতুনমাত্রা যুক্ত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে হোমিও চিকিৎসার কদর এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরায় হোমিও গবেষণা পরিষদ আয়োজিত বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনারে এসব কথা বলেন আয়োজকরা। বক্তারা বলেন, হোমিও চিকিৎসার মাধ্যমে যেমন রোগ প্রতিরোধ সম্ভব তেমনি রোগের প্রতিকারও করা সম্ভব।

তারা আরও বলেন, এখন পর্যন্ত হোমিও চিকিৎসায় রোগীদের আর্থিক সাশ্রয় সবচেয়ে বেশি। সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলে বহু প্রকারের জটিল ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। এ জন্য বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসার সম্প্রসারণ করা দরকার। এতে মানুষ উপকৃত হবে। সমাজে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনাতার সৃষ্টি করতে হবে।

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষ ডা. আবদুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন কেন্দ্রিয় গবেষণা পরিষদ সভাপতি ডা. অপূর্ব কুমার দাস।

এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুস আলি, ডা. আনিসুর রহমান, ডা.জাকির হোসেন, ডা. ইমান আলি, ডা. রাজিয়া সুলতানা , ডা. আরিজুল শরিফ রাজা প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি