সাতজনের বিরুদ্ধে লড়বেন মাশরাফি
প্রকাশিত : ২০:০৪, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:৫২, ৯ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন প্রার্থীর বিরুদ্ধে লড়বেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাশরাফি। এ আসনে জাতীয় পার্টি মহাজোটের বাইরে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মাশরাফির আসন থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন। তবে একাদশ সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন থেকে জাতীয় পার্টি মহাজোটের বাইরে পৃথক প্রার্থী দিয়েছে।
এবার নড়াইলের দুটি আসন থেকে মোট ১২ জন নির্বাচন করছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে পাঁচজন এবং নড়াইল-২ আসনে সাতজন নির্বাচন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান প্রত্যাহার করেছেন। এছাড়া দুটি আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপির চার প্রার্থী বাদ পড়েছেন।
নড়াইল-২ আসনে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের এসএম নাছির উদ্দিন, এনপিপির মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফকির শওকত আলী।
এসি
আরও পড়ুন