ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাত দিনের রিমান্ডে শফিউল বারী বাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় তাকে এ রিমান্ড দেওয়া হয়।

বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই অমল বিষ্ণু দেব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির অবস্থান কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শফিউল বারী বাবুকে আটক করে ডিবি পুলিশ।

এরপর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি