ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাদিক আবদুল্লাহকে শোকজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৪, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের বাইরে এসে শনিবার সন্ধ্যায় ‘উঠান বৈঠক’ করার অভিযোগে নৌকার প্রার্থীকে এই নোটিস পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে সাদিক আবদুল্লাহকে ওই নোটিসের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের প্রার্থী ‘উঠান বৈঠকের নামে’ শনিবার সন্ধ্যায় ‘বিশাল সমাবেশ করছেন’ বলে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান মাহাবুব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রোববার রিটার্নিং কর্মকর্তা বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সাদিক পথসভা করছেন। তাতে লোকজনও জড়ো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে সেই বৈঠকের ছবি আমরা দেখেছি। পরে আমরা তাকে শোকজ করেছি।

এ বিষয়ে সাদিক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরকে//র


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি