ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাদ হারিরিকে ফ্রান্সে আমন্ত্রণ ম্যাঁক্রোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাঁক্রো । এক চিঠিতে ম্যাঁকো লেবাননের সাবেক প্রধান হারিরি ও তার পরিবারকে এই আমন্ত্রণ জানান। ম্যাঁক্রো সৌদি আরবে গৃহবন্দী রয়েছে, এমন অভিযোগের মধ্যেই তাকে দেশটিতে আমন্ত্রণ জানিয়েছেন ম্যাঁক্রো।

সাদ হারিরির সৌদি আরবের গৃহবন্দি থাকার বিষয়টি কোনোভাবেই বিবেচ্য হবে না, লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আওন বুধবার এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ম্যাঁক্রো এই চিঠি দেন। হারিরি একজন সুন্নি মুসলিম নেতা হিসেবে সৌদি আরবের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত হয়ে আসছেন।

এদিকে এক বার্তায় হারিরি বলেন, দুই দিনের মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তবে সৌদি কর্তাব্যক্তিরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে ম্যাঁকোকে জানিয়েছেন। এর আগে ম্যাঁকো সৌদি আরবের এলিসি প্রাসাদে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হারিরির বিষয়টি আলোচনা করেন।

এমজে/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি