ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সাধারণ আনসারে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৮

সারাদেশে ৩ হাজার ৭৩২টি সংস্থায় ৬ হাজার গার্ডে প্রায় ৫০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।

যোগ্যতা

কমপক্ষে জেএসসি পাস হতে হবে। এছাড়া উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

বেতন

সমতল এলাকায় ১৩, ০৫০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৪, ২০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করুন। অথবা ভিজিট করুন: www.ansarvdp.gov.bd

আবেদনের সময়সীমা

আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ সেপ্টেম্বর ২০১৮, পৃ.৫

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি