সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ছিলো সরকারি অফিস
প্রকাশিত : ১৭:৫৩, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ১৬ জুলাই ২০১৬
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ছিলো সরকারি অফিস। সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সাম্প্রতিক হামলার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সরকারি অফিস খোলা রাখার শর্তে ঈদের আগে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল সরকার।
১১ বছর পর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা সরকারি সব অফিস-আদালত। কর্মচাঞ্চল্যে ভরপুর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। অন্য দিনের মতোই কাজে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই মন্ত্রণালয়ের বিভিন্ন কক্ষে ছিল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের আনাগোনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে এবার ঈদে টানা ৯ দিন ছুটি কাটান সরকারি চাকরীজীবীরা। ছুটির এই সিদ্ধান্তে কাজের গতি বেড়েছে বলেও জানান কেউ কেউ।
তবে দর্শনার্থীদের সংখ্যা অন্য দিনের তুলনায় ছিলো কম। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার পর সচিবালয়ের ভেতরে ও বাইরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়।
মতিঝিলে ব্যাংকপাড়াও ছিলো কর্মব্যস্ত। সরকারি ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারির সঙ্গে গ্রাহকদের উপস্থিতিও কম ছিলনা।
এছাড়া শেয়ারবাজারসহ আর্থিক প্র্রতিষ্ঠানগুলোতে অন্যদিনের মতোই কার্যক্রম চলেছে।
আরও পড়ুন