ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাফজয়ী ফুটবলার আঁখি খাতুনকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৩, ৩ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 

রোববার একটি বিশেষ দল নলকা মোড় এলাকা থেকে আঁখিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গাড়ি বহরসহ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এস পৌঁছায়। 

পরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আঁখিকে ফুলেল শুভেচ্ছা জানায়।

আঁখির এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আগত অতিথিরা নিজের দক্ষতা প্রমাণ করার জন্য আঁখির মত একাগ্রতা-নিষ্ঠা নিয়ে কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। 

এসময় আঁখির বাবা ও তার বক্তব্যে আবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আঁখি খাতুন তার বক্তব্যে নিজের বেড়ে উঠার গল্প জীবনে টিকে থাকার গল্প বর্ণনা করেন। শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, নিজের শ্যেষ্ঠত্ব প্রমাণ করতে প্রয়োজন ধৈর্য্য, অনুশীলন আর একাগ্রতার।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আঁখির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি