ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাফের সেরা গোলকিপার বাংলাদেশের জিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৬ জুলাই ২০২৩

দক্ষিণ এশিয়ায় ফুটবল শ্রেষ্ঠ্যত্বের টুর্নামেন্ট সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

মঙ্গলবার (৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান জিকো। 

দলের সাথে দেশে দিরে আসায় নিজের হাতে পুরস্কার নিতে পারেননি তিনি। তার পক্ষে স্মারক পুরস্কারটি গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। 

হার দিয়ে শুরুর পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনাল খেলে বাংলাদেশ। তবে, সেমিতে শক্তিশালী কুয়েতের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ২০০৫ সালের পর আর সাফের ফাইনাল খেলেনি বাংলাদেশ। আর, সাফের ট্রফি অধরা ২০০৩ সালের পর থেকেই। 

তবে, জিকোর নৈপুণ্যে অন্তত ব্যক্তিগত একটি পুরস্কার যুক্ত হলো বাংলাদেশের ফুটবলের পালকে। এবার সাফের গ্রুপ ও সেমিফাইনালে চার ম্যাচ খেলে বাংলাদেশ গোল খেয়েছে পাঁচটি, দিয়েছে ছয়টি।

জিকো ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সাফে সেরা গোলকিপার হতে পেরেছি।’ 

সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘সাফে সেরা গোলকিপার হওয়ায় তোমাকে অভিনন্দন। চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশের গোলপোস্ট আগলে রেখেছিলে তুমি। এগিয়ে যাও এবং বাংলাদেশের গোলপোস্টের দারুণ নেতৃত্ব দাও।’

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটিই জিতে নিয়েছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। 

সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

জিকোর সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি