ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সাফ ফুটবলের জন্য বাংলাদেশ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ৩ সেপ্টেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

দক্ষিণ এশিয়ার ফুটবল দলের সবচেয়ে বড় টুর্নামেন্টে সাফ চ্যাম্পিয়নশিপ আর মাত্র এক দিন পরই শুরু হচ্ছে। এ আসরকে সামনে রেখে আজ সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এই টুর্নামেন্টে খেলতে আগেই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। যে ম্যাচে ১-০ গোলে জয় পায় লঙ্কানরা। আজ সকালে বাংলাদেশে এসেছে ভুটান ও নেপাল দল।

যুব দলের জাফর ইকবালের জায়গা হয়নি এ দলে। এছাড়া ২০ সদস্যের এই দলে জায়গা হয়নি মিডফিল্ডার আব্দুল্লাহ, ফজলে রাব্বি, ফরোয়ার্ড মতিন মিয়া, ডিফেন্ডার রহমত মিয়া, মনজুর রহমান মানিক, গোলরক্ষক আনিসুর রহমান ও মাহফুজ হাসান প্রিতমেরও।

২০ সদস্যের বাংলাদেশ দল:

আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, রবিউল হাসান, সাদ উদ্দীন ও শাখাওয়াত রনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি