ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী পরিষদ সচিব সোলায়মান চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯

না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী। শুক্রবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকার বনানীস্থ বিটিসিএল জামে মসজিদে রাত সাড়ে ৮টা সাবেক এ সচিবের প্রথম জানা অনুষ্ঠিত হবে। রোববার তাকে গ্রামের বাড়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

 তার মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকার পক্ষ থেকে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আই/কেআই 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি