ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত এবং লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। 

সোমবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

কূটনীতিক মহিউদ্দিন আহমদ একাত্তরে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাইকমিশনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে তিনি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যোগ দেন এবং জনমত গঠনে ভূমিকা রাখেন। লেখক হিসেবেও মহিউদ্দিন আহমেদের সুখ্যাতি ছিল।

তার ভাই জহির উদ্দিন আহমেদ জানান, আমাদের মেজ ভাই মরহুম মহিউদ্দিন আহমেদের প্রথম জানাজা উত্তরা ৭নং সেক্টরের মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে একই দিন বাদ আসর গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর জিএমহাটে। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন সম্পন্ন হবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি