ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাবেক সংসদ সদস্য নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার সকালে ঝিনাইদহ আদালতে সোপর্দ করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার অন্যতম আসামি নায়েব আলী জোয়ার্দ্দার।

বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের আরাপপুরে নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়। রাতেই ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই আব্দুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আসনটি শূন্য হয়। 

এরপর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দ্দার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি