সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেফতার
প্রকাশিত : ১৪:১৩, ৬ মার্চ ২০২৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রামের পাচঁলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, সাবেক সচিব জিয়াউল আলম পাঁচলাইশে একজন চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জিয়াউল আলমকে সিআইডির সাইবার ইনভেস্টিগেশনের একটি টিম ঢাকায় নিয়ে এসেছে।
গত বছরের ৯ অক্টোবর এনামুল হক নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় জিয়াউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয় পত্রসহ ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬টি তথ্য চুরি ও বিক্রির অভিযোগ আনা হয়েছে।
মামলায় শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জন আসামি রয়েছেন।
এএইচ
আরও পড়ুন