ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সাব্বিরের শাস্তি চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হলেন সাব্বির রহমান। শৃঙ্খলা কমিটির এ সংক্রান্ত সুপারিশে সোমবার সন্ধ্যায় অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেন। বলেন, সাব্বিরের শাস্তির ব্যাপারে শৃঙ্খলা কমিটির যে সুপারিশ করেছিল তাতে বিসিবি সভাপতি সম্মতি দিয়েছেন। ১ সেপ্টেম্বর থেকে সাব্বিরের শাস্তি কার্যকর হবে।

প্রসঙ্গত, গত শনিবার সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বিসিবির শৃঙ্খলা কমিটি। এ দিন মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়।

জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ফেসবুকে এক ভক্তকে বাজে ভাষায় গালিগালাজ করেন সাব্বির রহমান। ওই ভক্তকে হুমকিও দেন সাব্বির।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি