ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাব্বির না আরিফুল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৪ আগস্ট ২০১৮

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচ।

প্রথম টি-টোয়েন্টি হেরে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ দল। সেই হতাশা কাটিয়ে টাইগাররা প্রস্তুত নিজেদের সর্বোচ্চটুকু দিতে।

ফ্লোরিডা ম্যাচে স্কোয়াড কেমন হবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন। আজকের ম্যাচে দুটি জায়গায় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে ব্যাটিং অর্ডার। দ্বিতীয়টি হচ্ছে ব্যাটিংয়ের সাত নম্বর পজিশন।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসছে সেটি অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে ওপেনিংয়ে আসবে সেই পরিবর্তন। অন্যটি হচ্ছে সাত নম্বর পজিশনে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নামবেন? নাকি অলরাউন্ডারকে জায়গা দেওয়া হবে।

ওপেনিং নিয়ে বাংলাদেশের সমস্যা যেন কাটছেই না। এর মূল কারণ ওপেনারদের কাছ থেকে একটা দূরন্ত সূচনা আশা করে টিম ম্যানেজম্যান্ট।

সেই প্রত্যাশাটা যৌক্তিকও বটে। কারণ যেসব ম্যাচে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ এসেছে ওইসব ম্যাচ বাংলাদেশ জিতেছে নতুবা লড়াই করেছে।

ওপেনিংয়ে তামিম নম্বর ওয়ান চয়েজ নির্বাচকদের। আজ ম্যাচ ওপেন করবেন লিটন দাস। পারফরমেন্স সেই সঙ্গে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এই বদল।

বাঁহাতি তামিমের সঙ্গে একজন ডান হাতি ব্যাটসম্যান মাঠে নামলে প্রতিপক্ষ বোলারদের একটু বেকায়দায় ফেলা যায়। গত ম্যাচে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার বাঁহাতি ব্যাটসম্যান। তাই ডানহাতি লিটন দাস-ই নির্বাচকদের অটো চয়েজ। ক্রিকেট বোর্ড সূত্রে এই আভাস পাওয়া গেছে।

একাদশ অপরিবর্তিত থাকলে সাতে ব্যাট করবেন অলরাউন্ডার আরিফুল হক। তবে এই জায়গাটায় পরিবর্তন এলেও আসতে পারে। প্রথম ম্যাচে ১৮ বলে ১৫ রান করা এ ব্যাটিং অলরাউন্ডারের স্থলাভিষিক্ত হতে পারেন অভিজ্ঞ সাব্বির রহমান। যদিও সাব্বিবের ব্যাটে সম্পতি ধারাবাহিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও অভিজ্ঞতা এবং ঝড়ো ব্যাটিং এই দুই বিবেচনায় তাকে আজ মাঠে দেখা যেতে পারে।

বিশ্বস্ত সূত্র মতে, প্রথম ম্যাচেই সাব্বিরকে একাদশে চেয়েছিলেন কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক সাকিব আল হাসান। তবে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একাদশে রাখা হয়নি এ হার্ডহিটারকে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দীনেশ রামদিন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, অ্যাশলে নার্স, সামিউল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি