ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সাভারে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৯:১২, ২৩ জুন ২০১৯

সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে রোববার আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংসদ ডা.এনামুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সংগঠনের ৭০ বছর পূর্তিতে কেক কেটে বেলা ১১টায় কর্মসূচির সূচনা করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন উপজেলা চত্তরে।

এ সময় ঘোড়ার গাড়ীতে চড়ে ঢাকা-আরিচা মহাসড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান। শোভাযাত্রায় আরও অংশ নেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হাসিনা দৌলা, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লা সানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ন-আহবায়ক মইনুল ইসলাম ভুঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মহাসড়কে শোভাযাত্রা শেষে সাভার উপজেলা চত্তরে গিয়ে আওয়ামী লীগের জন্মবার্ষিকীর কর্মসূচী শেষ হয়।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি