সাভারে এনাম মেডিকেলের পাশে ১২ তলা ভবনে আগুন, দগ্ধ ৫
প্রকাশিত : ১৫:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৮
সাভারে এনাম মেডিকেলের পাশে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২ টায় ভবনটির আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, এনাম মেডিকেলের পাশে বিসমিল্লাহ টাওয়ারটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১২ তলা ভবনটির উপরের তলাগুলো আবাসিক। দুপুর ১২টার দিকে আন্ডারগ্রাউন্ডে হঠাৎ আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ভবনটির চারদিক কালো ধূয়ায় অন্ধকার হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডে কার পার্কিংয়ে ১৫ টি গাড়ি ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে গাড়িগুলো পুড়ে গেছে।
দমকল বাহিনী ভবন থেকে নারীসহ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেছে। দুপুর ৩ টায় এ প্রতিবেদন লেখার সময় আগুন নেভানোর চেষ্টা চলছে। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী ভবনের আশপাশে অবস্থান নিয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
/ এআর /
আরও পড়ুন