ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়

সাভারে কলেজ ছাত্র হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধ

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:২০, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৫, ৩০ আগস্ট ২০১৮

ঢাকার সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মারুফ খান (২০) নিহতের ঘটনা ১০ দিন পেরিয়ে গেলেও আসামীদের আটক করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরায় সনাক্ত হওয়া প্রধান আসামী মঞ্জুসহ তার সহযোগিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করছেন মানববন্ধনে অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আসামীরা মোটরসাইকেলে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে, আসামীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসামীরা মামলার প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে নিহত মারুফের সহপাঠী, শিক্ষক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রহস্যজনক কারণে পুলিশ হত্যাকারীদের আটক করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে তীব্র আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

উল্লেখ্য, গত ২১ আগস্ট মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লায় এক তরুণীকে উক্ত্যক্ত করে এলাকার চিহ্নিত বখাটে মঞ্জু ও তার সহযোগীরা। এসময় ঢাকা কমার্স কলেজ থেকে সদ্য এইচএসসি উত্তীর্ণ মারুফ ইভটিজিং এর প্রতিবাদ করেন এবং ওই তরুণীকে নিরাপদে চলে যেতে সাহায্য করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মঞ্জুর নেতৃত্বে শ্যামল, প্লাবন, মমিন, শামীম, রইছ, আসাদুল, মুক্তাদিন, ইমরানসহ বেশ কয়েকজন সন্ত্রাসী সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ডের অদূরে মারুফকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারুফের মৃত্যু হয়।

এঘটনার পরদিন নিহত মারুফের ভাই লুৎফর রহমান খান মানিক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা দায়ের করেন।
নিহত মারুফের বড় ভাই মামলার বাদী অভিযোগ করে বলেন, খুনিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার স্বাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের ভয়ভীতি, হুমকি দিচ্ছে আসামীর আত্মীয় স্বজনেরা। হত্যা কান্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেফতার করছে না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, কলেজ ছাত্র হত্যাকান্ডের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি