ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাভারে ট্যানারি শিল্প নির্মাণে অনিয়ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:৪৩, ২৬ এপ্রিল ২০১৭

সাভারে ট্যানারি শিল্প নির্মাণে অনিয়ম হয়েছে পদে-পদে। যাচাই-বাছাই না করে মালামাল কেনায় মরিচা ধরেছে মেশিনপত্রে। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা নিয়েও। দূষণ হচ্ছে মাটি, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বহুদূর। এমনটি চললে ধলেশ্বরীও বুড়িগঙ্গার মতো আক্রান্ত হয়ে রোগ-বালাই ছড়িয়ে পড়বে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা।
চামড়া প্রক্রিয়ার পর এতোদিন হাজারীবাগ ট্যানারি থেকে প্রতিদিন বের হয়েছে ১শ’৫০ টন কঠিন বর্জ্য। বছর বাদে যার পরিমাণ দাঁড়াত প্রায় ৫৫ হাজার টন। আর সাভার চামড়া শিল্প নগরীতে ১শ’৫৫টি কারখানা চালুর পর বছরে বেরুবে ৯১ হাজার ২শ ৫০ টন সলিড ওয়েস্ট। ট্রিটমেন্ট প্লান্টের বেহাল অবস্থার ফাঁক গলিয়ে কাদা-মাটি, পুকুর আর নদী ছাপিয়ে ক্ষতিকর বর্জ্যের দূষণ ছড়াবে পার্শ্ববর্তী তিন উপজেলার ১৮ গ্রামে।
চামড়া বিশেষজ্ঞরা বলছেন, বায়োলজিক্যাল ডিগ্রেশন বা প্রাকৃতিকভাবে পচন শুরু হলে অশান্তি ছড়িয়ে পড়বে সর্বত্র। বাতাসে কমবে অক্সিজেনের মাত্রা। বাড়বে অসুখ-বিসুখ।
সম্ভাব্য ভয়াবহতা নিরসনে সিইটিপি প্ল্যান্ট পুণ:নির্মাণের দাবিও জানান বিশেষজ্ঞরা।
শীতলক্ষা-বুড়িগঙ্গার মতো স্রোতস্বিনী ধলেশ্বরীকে নষ্ট না করার জোর দাবিও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি