ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১৭:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ২৮ মার্চ ২০১৭

সাভারের আমিনবাজারে বিলবোর্ড স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আব্দুল আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বিলবোর্ড স্থাপনকারী ডা. মামুনুর রশীদ ও তার ভাইকে আটক করেছে পুলিশ। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে আব্দুল আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় ডা. মামুনুর রশিদের মালিকানাধীন রশিদ ডেন্টাল ক্লিনিকের ডিজিটাল ব্যানার টানানোর কাজ করছিলেন ৮ শ্রমিক। সেসময় পাশে থাকা বিদ্যুতের তারের সাথে জিআই তার জড়িয়ে গেলে বিদ্যুত-স্পৃষ্ট হয়ে পড়েন ৩ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন ময়মনসিংহের সাইদুল, নওগাঁর গেলু ও গাইবান্ধার শাহ আলম। ঘটনায় গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির গাফলতিকে দায়ী করলেও এড়িয়ে যান তারা। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ডা. মামুমুনুর রশীদ ও তার ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানজারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি