সাভারে মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণ, থানায় মামলা
প্রকাশিত : ১৯:৪১, ৩০ আগস্ট ২০১৮
ঢাকার অদূরে সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এবার এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ও শিক্ষিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় সাভার মডেল থানায় ৮২ নম্বর মামলাটি দায়ের করেন। ধর্ষিতা সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়ার একটি মহিলা মাদ্রসার শিক্ষিকা (২৬)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার মোঃ হাবিবুল্লার ছেলে মোঃ রুবেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই মাদ্রাসা শিক্ষিকার। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে স্ত্রী পরিচয়ে একাধিকবার ধর্ষণ করে রুবেল।
ধর্ষিতা মাদ্রাসা শিক্ষিকা সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী ওই নারী প্রেমিক রুবেলকে বিয়ের জন্য চাপ দিলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে বিষয়টি রুবেলের পরিবারকে জানালে ধর্ষকের পরিবারের লোকজন ভুক্তভোগী ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজের পর বাসা থেকে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধর্ষক রুবেল জানার পর ধর্ষণের বিষয়টি চেপে যেতে ভয় দেখিয়ে প্রেমিকাকে বাধ্য করে। এমনকি ধর্ষণের সংবাদ কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষিকা।
বিষয়টি জানিয়ে ধর্ষণের শিকার ওই নারী বুধবার রাতে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করেন। এরপর ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটণার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে ধর্ষিতার শারীরিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।
আরকে//
আরও পড়ুন