সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি!
প্রকাশিত : ২০:৫৩, ১৩ নভেম্বর ২০১৮
বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া চলা যেন কঠিন হয়ে পড়ছে অনেকের কাছেই। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন বেশির ভাগ তরুণ-তরুণীসহ সব বয়সের অনেকেই। এতে অনেকেই বেশ উপকৃত হয়ে থাকেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে অনেক ক্ষেত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে চলছে বিকৃত যৌন চর্চা। অনেক সময় গ্রুপ পাবলিক রেখে বা ক্লোজড করে দিয়ে একটা সংঘবদ্ধ চক্র যৌনাচার করছেন। এসব গ্রুপে দেশি-বিদেশি বিভিন্ন মেয়ের নোংরা-নগ্ন ছবি পোস্ট করে নানারকম মন্তব্য করতে বলা হয়। অনেক সময় গোপনে ধারণ করা ছবিও পোস্ট করা হয়।
এরকম কয়েকটি গ্রুপ পর্যালোচনা করে দেখা যায়, রাতের গভীরতা বাড়লেই এসব গ্রুপের সদস্যরা সক্রিয় হয়ে ওঠেন। অনেক সময় প্রকাশ্যেই বলা হয়, এখন কি কেউ জেগে আছেন? চ্যাট করতে চাই। অনেক সময় বিভিন্ন মেয়ের আইডি থেকে উত্তেজক ছবি পোস্ট করে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়।
অনেকে আবার প্রতি ঘণ্টা বা রাতের হিসাব করে যৌন কাজের জন্য মূল্য নির্ধারণ করে দেন। গ্রুপগুলোতে এক ধরনের পোস্ট প্রায়ই দেখা যায়। যেমন- একটি স্বল্প বসনা নারীর ছবি দিয়ে বলা হয়, জামাটি খুব সুন্দর। আবার বিভিন্ন রাস্তাঘাট, শপিংমলে ঘুরতে বের হওয়া অপ্রস্তুত অবস্থায় ধারণ করা মেয়েদের ছবি পোস্ট করে বলা হয় ‘কার কার লাগবে এমন জিনিস’।
এভাবে ওই মেয়ে বা মহিলার অজান্তেই ছড়িয়ে পড়ছে ওই মেয়ের ছবি। অনেকে আবার সেক্স চ্যাট করার জন্য প্রকাশ্যেই পার্টনার খুঁজছেন। ফেসবুকে ইংরেজি বা বাংলা দুভাবেই সার্চ দিলে এরকম অসংখ্য গ্রুপ বা প্রোফাইল খুঁজে পাওয়া যাবে।
এ রকম হযরানি করা হয়। এতে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক কার্যক্রম বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এসএইচ/
আরও পড়ুন