ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাম্প্রতিক বন্যায় আউশ ধান ও বিজতলার ব্যাপক ক্ষতি(ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১২:০৮, ২৮ জুন ২০১৮

মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘরের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান ও বিজতলার। এদিকে মৌলভীবাজারে বন্যার প্রভাব পড়েছে কুশিয়ারা নদীর তীরবর্তী সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪টি ইউনিয়নেও।

এবার বন্যায় আউশ ধান ঘরে তুলতে পারবেন না মৌলভীবাজারের কৃষক। ধলই ও মনু নদীর ২৫ টি বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ে ১৫’শ হেক্টর জমিতে। পরে পানি সরে গেলেও সৃষ্টি হয়েছে ২ থেকে ৩ ফুট বালুর চর। অনেকের জমিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আউশসহ নষ্ট হয়েছে অন্যান্য ফসলও।

এদিকে ধলই ও মনুতে যে বেরিবাধ ভেঙ্গেছে তা দ্রুত মেরামত না করলে আবারও বন্যার আশংকা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা।

মৌলভীবাজারের একাংশের পানি কুশিয়ারা নদী হয়ে আঘাত হানে সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪ ইউনিয়নের শতাধিক গ্রামে। ১০ দিন আগে ২ দিনের ঢলে নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, বাড়িঘর ও ফসল।

এখন পানি নামতে শুরু করলেও বন্যা কবলিত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।

বন্যার্তদের মাঝে যেন অসুখ-বিসুখ ছড়িয়ে না পড়ে, সে জন্য ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আর কৃষকদের সহযোগিতায় প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছে কৃষি বিভাগ ।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় সরকাবি বেসরকারি উদ্যোগ নেয়া হবে- এমনটাই প্রত্যাশা বানভাসীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি