ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে অমর্ত্য সেনের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৪৬, ১১ জুলাই ২০১৭

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ও বসিরহাটের সাম্প্রদায়িক অশান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেছেন, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। সেখানে  সাম্প্রদায়িক উত্তেজনা উদ্বেগের বিষয়। কারোর প্ররোচনায় এ ধরনের ঘটনা ঘটলো কিনা, তা খুঁজে দেখতে হবে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের  ঐতিহ্যই হলো এখানে হিন্দু ও মুসলিমরা মিলেমিশে বসবাস করেন। আমাদের ভেবে দেখতে হবে, অশান্তির ঘটনা কেন ঘটলো। এই ঘটনা কিভাবে আটকানো যায়, তাও আমাদের ভাবতে হবে বলে তিনি জানিয়েছেন।

সরকারিভাবে অবশ্য জানানো হয়েছে, বাদুড়িয়া ও বসিরহাটের সাম্প্রদায়িক অশান্তির পেছনে বিভিন্ন মৌলবাদী সংগঠনের প্ররোচনা রয়েছে। সীমান্তের দু’পারের দুস্কৃতিকারীরা এই হিংসায় ইন্ধন দিয়েছে। প্রায় তিন দিন ধরে চলা সাম্প্রদায়িক দাঙ্গায় একজন মারা গেছেন। আহত হয়েছেন পুলিশ সহ প্রায় ৪০ জন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু খতিয়ে দেখতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছেন। ভারত সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে সাম্প্রদায়িক অশান্তি বাড়ছে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি