ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সারাদেশে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৫ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:০২, ১৫ এপ্রিল ২০১৭

নানা আনুষ্ঠানিকতায় সারাদেশে উদযাপিত হচ্ছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৮তম বর্ষে পর্দাপণ উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ’সব অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে একুশে টেলিভিশনের এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান দর্শক, শুভানুধ্যায়িরা।
প্রিয় টেলিভিশন চ্যানেলের জন্মদিন। তাই দেশের বিভিন্ন স্থানে দর্শক ও শুভানুধ্যায়ীদের এমন আয়োজন।
বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। পরে সারিয়াকান্দির ভেলাবাড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
কেক কাটা, আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুরে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপিত হয়েছে।
পঞ্চগড়ে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পান্তা উৎসব ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এ’ উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁওয়ে কেক কাটা শেষে পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মাগুরায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
লক্ষ্মীপুরে দু’দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শাকচরে র‌্যালি, আলোচনা সভা ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে র‌্যালি শেষে বৈশাখী ফল খাবারের আয়োজন করা হয়।   
কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে কুমিল্লায়।
ঝিনাইদহে কেক কাটা, পান্তা উৎসব, তালের পাখা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি