ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সারাদেশে চলছে সপ্তাহব্যাপী করমেলা

প্রকাশিত : ১২:৫১, ৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫১, ৬ নভেম্বর ২০১৬

সারাদেশে চলছে সপ্তাহব্যাপী করমেলা। এ বছর আয়করদাতার সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর দেয়ার প্রক্রিয়ার আধুনিকায়ন ও মানুষের মধ্যে সচেতনতা বাড়ার কারণে কর আদায় বেশী হচ্ছে। মেলার এসে স্বল্প সময়ে কর পরিশোধ করতে পেরে খুশী করদাতারা। আয়কর দেয়ার বিষয়ে এবার মানুষের মধ্যে বেড়েছে আগ্রহ। সিলেটে এবার মেলায় নজর কেড়েছে অনলাইন ব্যাংকিং। রয়েছে রাষ্ট্রায়াত্ব ব্যাংকের সেবা বুথও। কর আদায়ের প্রক্রিয়া সহজ হয়ে যাওয়ায় ভোগান্তি কমেছে, তাই খুশী কর প্রদানকারীরা। রাজশাহী কর অঞ্চলের অধীনে ৫টি জেলার আয়কর আদায় করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এবার করদাতাদের মধ্যে ব্যবসীয়দের পাশপাশি চাকুরিজীবীদের সংখ্যা বেড়েছে। এরইমধ্যে ছাড়িয়ে গেছে কর আদায়ের লক্ষ্যমাত্রা। মেলায় আয়কর জমা দেয়া ছাড়াও অনেকে আসছেন পরামর্শ নিতে। তাদের দেয়া হচ্ছে আয়কর প্রদানের তাৎক্ষণিক প্রশিক্ষণ। অন্যান্য বিভাগগুলোর মতো বরিশালেও উৎসবমুুখর পরিবেশে চলছে ৭ দিনব্যাপী আয়কর মেলা। প্রতিদিনই ভীড় করছেন সরকারি-বেসরকারি চাকুরিজীবি, ব্যাবসায়ীসহ নানা পেশার মানুষ। দেশের রাজস্ব বাড়াতে প্রতিবছর নির্ধারিত কর পরিশোধে সবাই এগিয়ে আসাবে এ প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি