ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে আজ বুধবার দুপুর ১২টায় সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান জোট নেতারা।
শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও গ্রেফতার এবং ৫৭ ধারায় মামলা দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রজোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ।
জোট নেতারা জানান, আজ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে এবং জেলা শহরে বিক্ষোভ মিছিল হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। জোটের দাবিগুলো হলো- নৌমন্ত্রীর পদত্যাগসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করা, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার, গ্রেফতার শহীদুল আলমসহ অন্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, দমন-পীড়ন বন্ধ করা এবং চালক-স্টাফদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও প্রশিক্ষণের পাশাপাশি শ্রমঘণ্টা ও বেতন কাঠামো নির্ধারণ করা।
সংবাদ সম্মেলন শেষে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসুর সামনে শেষ হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি