সারাদেশে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
প্রকাশিত : ২০:১৫, ৪ মে ২০১৮
দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুইজনসহ মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জে আরো চারজনের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ: শুক্রবার দুপুরে জেলার বানিয়াচং ও বাহুবল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মুরার আব্দা গ্রামের রনধীর চন্দ্র দাশ ( ৪৫) এবং বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সনজু মিয়ার ছেলে মো. আবুল কালাম (৩৫)
মৌলভীবাজার: আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলার কুলাউড়ায় বজ্রপাতে লাভলী আক্তার তানজিলা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। লাবলী উপজেলার আকিলপুর গ্রামের আব্দুর রহিম বাবুলের মেয়ে এবং বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নারায়ণগঞ্জ: আজ দুপুরে জেলার আড়াইহাজার উপজেলাফতেপুর ইউনিয়নের ফতেপুর ইউনিয়নে বাবার সঙ্গে জমির ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে অনয় দেননাথ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত অনয় দেননাথ ওই এলাকার জয় দেবনাথের ছেলে। অনয় দেননাথ আড়াইহাজার সফর আলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতো।
জামালপুর: জামালপুরে বজ্রপাতে জান্নাতি আক্তার (১৪) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ: আজ দুপুরে জেলার মিঠামইনের মহিষারকান্দি হাওরে বজ্রপাতে শরীফুল ইসলাম (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শরীফুল মহিষারকান্দি গ্রামের ওয়াজকরুনীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।
আর/টিকে
আরও পড়ুন