ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সারাদেশে বিএনপির ইফতার পার্টিতে হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৫, ৩ জুন ২০১৭

সারাদেশে বিএনপির ইফতার পার্টিতে সরকারি দল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। প্রেসক্লাবে আরেক আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতি করার জন্যই সরকার বড় বাজেট দিয়েছে। তার অভিযোগ, বাজেটে নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের জন্য কিছু নেই, আছে শুধু করের বোঝা।
সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে বিএনপির ইফতার পার্টিতে হামলার অভিযোগ করেন।
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব হামলার পিছনে জড়িত। গণতন্ত্র না থাকার কারণেই এ ধরনের হামলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রেসক্লাবে আরেক আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে।
প্রেসক্লাবেই অপর এক আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন। তার অভিযোগ, দলীয় স্বার্থে এবং লুটতরাজের জন্য জন্যই সরকার এধরনের বাজেট দিয়েছে।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি