ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৩:৩৩, ১৬ মে ২০১৭

রমজান উপলক্ষে সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সরকারের এ উদ্যোগে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে। রংপুর ও রাজশাহীতে পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার সকাল থেকে খুলনায় পণ্য বিক্রি শুরু করে টিসিবি। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিক্রির কথা থাকলেও দুপুর ১২টার পরই শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় পণ্য কম হওয়ায় এ সংকট।
টিসিবি পণ্য সরবরাহ বাড়িয়ে দিলে বাজারেও পণ্যের দাম কমবে বলে মনে করছেন ক্রেতারা।
এদিকে রাজশাহীতে পণ্যের মান নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা।
রংপুরের ৫টি স্থানে পণ্য বিক্রি শুরু হলেও পুর্ব ঘোষণা না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষোভ রয়েছে পণ্যের মান নিয়েও।
তবে পণ্যের মান ভাল বলেই জানালেন রংপুরে টিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
রংপুরে পণ্য বিক্রির স্থান আরো বাড়ানোর দাবী জানিয়েছেন ক্রেতারা।




 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি