সারাদেশ নৌযান শ্রমিক ধর্মঘট (ভিডিও)
প্রকাশিত : ১৫:১৭, ১৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৪১, ১৬ এপ্রিল ২০১৯
নৌযান শ্রমিকদের মজুরী বৃদ্ধি, নৌযানে যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকুরী স্থায়ী করাসহ ১১দফা দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট চলছে। খুলনা, বরিশাল, মংলা ও চাঁদপুর সোমবার রাত বারোটা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে। এতে ক্ষতির সম্মুখীন সাধারণ যাত্রী ও বন্দরের আমদানী-রপ্তানীকারকরা।
ধর্মঘটে খুলনা আভ্যন্তরীণ নৌবন্দর ও মংলা বন্দর থেকে খুলনাঞ্চলের ১৮টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারন মানুষ চরম বিপাকে পড়েছে।
ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো নৌযান বরিশাল নদীবন্দর ছেড়ে যায়নি। ফলে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। ফলে মোংলা বন্দরের সাথে নদী পথে দেশের বিভিন্ন নৌ বন্দরের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে ক্ষতির সম্মুখীন মোংলা বন্দরের আমদানী-রপ্তানীকারকরা। দাবী না মানা পযর্ন্ত এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।
এদিকে, চাঁদপুর থেকে নারায়নগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সকালে ভোরে চাঁদপুর নৌ টার্মিণালে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
সারাদেশের প্রায় ২০ হাজার নৌযানের ২ লাখ শ্রমিক এ কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন