ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশ বিএনপির বিক্ষোভ কর্মসূচি,বিভিন্নস্থানে পুলিশি বাঁধায় পন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:০১, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। বিভিন্নস্থানে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায় কর্মসূচি। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতা-কর্মীকে। এদিকে, তল্লাশির ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
পাবনা, কুড়িগ্রাম, রাজশাহী, সিলেট, সাতক্ষীরাসহ কয়েকটি স্থানে বিক্ষোভে পুলিশ বাধা দিলে
ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে নেতা-কর্মীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে।  
এছাড়ও চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন মহাগরীতে চলে বিক্ষোভ। সরকারের অশুভ চক্রান্ত সফল হবে না বলে হুঁশিয়ারী দেন নেতাকর্মীরা।
লক্ষীপুর, টাঙ্গাইল, নোয়াখালী, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোরসহ সারাদেশেই জেলা শহরগুলোতেও বিক্ষোভ করেছে বিএনপি।
এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির ঘটনাকে ইতিহাসের কলংকজনক অধ্যায় বলে মন্তব্য করেন তিনি।
গেল শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির সাধারণ ডায়েরীর ভিত্তিতে আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে নিষ্ফল তল্লাশি চালায় পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি