ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারা বছরই পাওয়া যাবে আম

প্রকাশিত : ১১:১৩, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৩, ২৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ভবিষ্যতে দেশে সারা বছরই পাওয়া যাবে সুস্বাদু ফল- আম। চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের আম উদ্ভাবন করেছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। জানুয়ারি থেকে মার্চে সাধারণ আম গাছে যখন মুকুল আসে, তখনই এই আম হয়ে উঠেছে খাওয়ার উপযোগী। নতুন জাতের এই আমের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। মার্চের এই সময়েই চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কয়েকটি গাছে দেখা মিলছে এমন কাঁচাপাকা আম। সার্ভে পদ্ধতিতে আমের নতুন এই জাতটি উদ্ভাবন করেছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর জমির উদ্দিন। এই আম পেকে যায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই আম স্বাদেও সুস্বাদু। বাণিজ্যিকভাবে নতুন জাতের আম চাষের সম্ভাবনার কথাও জানালেন কৃষি বিজ্ঞানীরা। দেশে বারি উদ্ভাবিত আমের ১১টি জাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৮টি নতুন জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি