সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ আমদানি-রপ্তানি চুক্তির অনুসমর্থনের খসড়া অনুমোদন
প্রকাশিত : ১৭:১৭, ২ মে ২০১৬ | আপডেট: ১৯:১৯, ২ মে ২০১৬
সরকারি পর্যায়ে কুয়েতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, কুয়েতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে সফরে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হবে। এ চুক্তি হলে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে।
বিদেশী বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে কুয়েতের বিনিয়োগ আনতে চুক্তির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব জানান, দেশের কুটনৈতিক, অফিসিয়াল পাসপোর্ট ধারী এবং বিশেষ পাসপোর্টধারীরা বিনা ভিসায় দুদেশে যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে চুক্তি সইয়ের একটি খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
ভবিষ্যতে সার্কভুক্ত দেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে একটি ফ্রেমওয়ার্কের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠকে পবিত্র রমজানে সরকারী আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্টানের অফিস সময়সুচি পুনঃনির্ধারন করা হয়। অফিস চলবে সকাল ৯ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।
এছাড়া বৈঠকে জেল জরিমানার বিধান রেখে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন ২০১৬ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন