ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের নামে বড় জালিয়াতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভুয়া খবর ছড়াল সালমানের নামে। বলিউড ভাইজানের নাম করে নাকি বিক্রি হচ্ছে শয়ে শয়ে টিকিট। কিন্তু এর সঙ্গে সালমানের কোনও যোগ নেই। 

খবর ছড়ায়, আগামী ৫ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন সালমান। এই অনুষ্ঠানের নাম করেই নাকি শুরু হয় টিকিট কেনাবেচা।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে অনুসরণকারীদের সাবধান করেন সালমানের সহকারী জর্ডি পটেল। সেখানেই তিনি স্পষ্ট জানান, এমন কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না সালমান। এই খবর সম্পূর্ণ ভুয়া। এই অনুষ্ঠানের নামে যে টিকিট বিকোচ্ছে তার প্রতিচ্ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেন তিনি। জর্ডি তার পোস্টে লেখেন, “সাবধান! জালিয়াতি হচ্ছে। ভুলেও এই টিকিটগুলি কিনবেন না।” তবে এই বিষয় সালমান এখনও মুখ খোলেননি কোথাও।

কিছু দিন আগেই মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন সালমান। তার পরেই মালাইকা অরোরার সৎবাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান ভাইজান। সালমান এসেছেন শুনে বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে ভিড় জমে অনুরাগীদের। মালাইকার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভাইজানকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ভিডিওতেই দেখা যায়, সালমানের নাম ধরে তার অনুরাগীরা চিৎকার করছেন। শোকাচ্ছন্ন পরিবারের সামনেও সালমানের এক ঝলক দেখার জন্য তারা যেন উদ্‌গ্রীব। এমন দৃশ্যে মেজাজ হারান সালমান। মুহূর্তে বদলে যায় তার মুখের অভিব্যক্তি। বিরক্ত হয়ে সোজা গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন তিনি।

উল্লেখ্য, আগামী দিনে সালমানকে দেখা যাবে ‘সিকন্দর’ ছবিতে। এই ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন অভিনেতা। বেশ কিছু দিন চলাফেরা করতেও বেগ পেতে হয়েছিল তাকে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি