ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সালমানের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড সুপারস্টার সালমান খানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সালমান খান প্রযোজিত আসন্ন ‘লাভরাত্রি’ সিনেমায় হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

সিনেমাটির টিজার মুক্তি পাওয়ার আগেই বিতর্কের মুখোমুখি হন সালমান খান। ভারতের বিহারের মোজাফফরপুরের সাবডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পূর্ব) শৈলেন্দ্র রাই মিঠানপুর পুলিশ স্টেশনকে বাদীর আরজি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতে সালমান ও ‘লাভরাত্রি’ সিনেমার অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

গত ৬ সেপ্টেম্বর সুধীর কুমার ওঝা আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন, সিনেমাতে পবিত্র নবরাত্রি উৎসবের নামে মজা করা হয়েছে।

ওঝা বলেন, সিনেমার প্রোমো তিনি দেখেছেন এবং সেখানে প্রচুর অশ্লীল দৃশ্য রয়েছে। এর টাইটেলে মা দুর্গাকে অসম্মান করা হয়েছে। নবরাত্রি উৎসবটি নয়দিন ধরে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করে থাকেন।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর ‘লাভরাত্রি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন সালমানের ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মা ও অভিনেত্রী ওয়ারিনা হুসেন।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি