ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:১৯, ২২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রোমান্টিক মানুষেরা আমির খান ও সালমান খানের মতই চমৎকার। সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় দাড়িয়ে ক্যাটরিনা জানিয়েছেন এমন কথা।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘আর সবার মত আমিও রোমান্স পছন্দ করি। রোমান্টিক মানুষেরা আমির-সালমানের মতই চমৎকার।’

এসময় সালমানের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারেও মুখ খোলেন এই বলিউড তারকা।

তিনি বলেন, ‘সালমানের সঙ্গে আমার পরিচয়ের অনেক বছর কেটে গেছে। আমরা একে অপরের সম্পর্কে খুব ভালো জানি। এটাকে এরকমই রাখতে চাই। তবে বিগত কয়েক বছর ধরে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমাদের একে অপরের প্রতি অনেক শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং থাকবে। আমি মনে করি সে চমৎকার একজন মানুষ।’

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘এটা অসাধারণ একটা গল্প, আমি মনে করি আলি (আলি আব্বাস জাফর-পরিচালক) সিনেমার কাহিনীকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে। প্রতিদিন শুটিংয়ের সেটে আলি ও সালমানের সঙ্গে চমৎকার সময় কাটতো। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা আসলেই দারুন ছিল।’

উল্লেখ্য, বর্তমানে শাহরুখ খানের বিপরীতে আনন্দ এল রায়ের সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা।

এ সিনেমা সম্পর্কে ক্যাট বলেন, ‘আনন্দ এল রায় একজন অসাধারণ পরিচালক। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা চমৎকার এক অভিজ্ঞতা। একটা সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রীর গুরুত্ব কতটুকু সেটা তিনি আমাদের অনুভব করাতে পেরেছেন। যেটা আমাদের কাজ করতে আরও সাহায্য করছে।’

আনন্দ এল রায়ের সিনেমা ছাড়াও আমির খানের বিপরীতে থাগস অব হিন্দুস্তান চলচ্চিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি