ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সালাহর গোলে সিটিকে ২-১ গোলে হারাল লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২৬ জুলাই ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে মিশরীয় ফুটবলার মুহাম্মদ সালাহর গোলে ম্যানচেস্টার সিটিকে ২-১ হারিয়েছে লিভারপুল। নিউ জার্সির মাঠে পিছিয়ে থেকেও সালাহ নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছেড়েছে ক্লপের শিষ্যরা।

গত মৌসুমে সালাহ ৫২ ম্যাচে ৪৪ গোল করে লিভারপুলকে নিয়ে গেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। বিশ্বকাপ থেকে দল বাদ পড়ার আজই মাঠে নেমেছিলেন সালাহ ও সেনেগালের ফরোয়ার্ড ম্যানে। নেমেই দুই ফুটবলার পেয়েছেন গোল। দলও জিতেছে তাদের নৈপুণ্যে।

এর আগে সিটির ফরোয়ার্ড সানের গোলে ১-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্লপ এন্ড কোং। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। ৫২ হাজার দর্শককে হতাশ করেননি সালাহ। তবে অল্পের জন্য আরও একটি গোল পেতে পারতেন সালাহ। তবে সিটি গোলকিপারের নৈপুণ্যে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হন সালাহ।

ম্যাচশেষে সিটি বস পেপ গার্দিওলা বলেন, আমরা ৭৫ মিনিট চ্যাম্পিয়ন লিগের ফাইনালিস্টদের সঙ্গে লড়াই করেছি। তবে জয়টা আজ আমাদের পক্ষে ছিল না।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি