ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সালাহর জোড়া গোলে লিভারপুলের দাপুটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৫ অক্টোবর ২০১৮

অ্যানফিল্ডে জোড়া গোল করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন রবের্তো ফিরমিনো ও সাদিও মানেও। আর তাতেই সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে লিভারপুল।

ঘরের মাঠে শুরুটা দারুণ হয় লিভারপুলের। ম্যাচের ২০তম মিনিটে রবের্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মিশরের ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৮০তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। বদলি নামা ড্যানিয়েল স্টারিজের পাস পেয়ে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন সেনেগালের এই ফরোয়ার্ড। বাকি সময়ে অতিথিরা ব্যবধান কমাতে না পারায় দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রেড স্টার।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি