ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সালাহর দূর্দান্ত গোলে মিশরের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৩ অক্টোবর ২০১৮

রাশিয়া বিশ্বকাপে চোটের কারণে তেমন চমক দেখাতে পারেননি লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ একই কারণে চ্যাম্পিয়নস লিগেও ছিলেন ব্যর্থ কিন্তু আফ্রিকার কাপ অব নেশন্সের বাছাইয়ে অবশ্য ভিন্ন আমেজে রয়েছেন এই সেনসেশন

গতরাতে কর্ণার থেকে এক অসাধারণ কিক করে গোল করেন সালাহ। সালাহদের নৈপূণ্যে সোয়াজিল্যান্ডকে হারিয়েছে মিশর। সোয়াজিল্যান্ড হেরেছে ৪-১ গোলে। 

এছাড়া মিশরের হয়ে একটি করে গোল কেরন আহমেদ এলমোহামাদি, আমর ওয়ারদা এবং মোহাম্মদ হাসান।

এর আগে সেপ্টেম্বরে আফ্রিকার কাপ অব নেশন্সের বাছাইয়ে  তার জোড়া গোলে নাইজারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল মিশর।

সূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি