ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাহাবুদ্দিনের বলী খেলায় চ্যাম্পিয়ন দিদার বলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৪ এপ্রিল ২০১৭

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাহাবুদ্দিনের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলী।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতিবছর এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। নগরীর সিআরবি শিরিষতলায় অনুষ্ঠিত এবারের শ্বাসরুদ্ধকর চূড়ান্ত প্রতিযোগীতায় উখিয়ার শামসু  বলীকে  হারিয়ে শিরোপা জয় করেন দিদার বলী। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত ধেকে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন আকর্ষনীয় লড়াইয়ে। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের পুর®কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এই সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক ও বলী খেলার আয়োজক সাহাব উদ্দিন সহ অন্যরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি