ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাহিত্য-স্রষ্টা সুব্রত বড়ুয়ার ৮০তম জন্মদিনে আনন্দ আড্ডা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৪ জুলাই ২০২৩ | আপডেট: ১৯:০৭, ১৪ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

বহুমাত্রিক সাহিত্য-স্রষ্টা সুব্রত বড়ুয়ার ৮০তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই)। এ দিনটিকে ঘিরে আনন্দআড্ডার আয়োজন করে ত্রৈমাসিক শিশু-কিশোর সাময়িকী ‘শিশুসাহিত্য সারথি’।

তিনি বলেছেন, কখনো লেখক হবো ভাবিনি। ইচ্ছে ছিল অংকের শিক্ষক হয়ে হাই স্কুলে চাকরি করব। বিজ্ঞানের ছাত্র হয়ে নানা বিষয়ে আমার আগ্রহ ছিল লেখালেখির। 

তিনি বলেন, নির্মোহ হয়ে লিখতে হয়। লেখার চেয়ে দশগুণ বেশি পড়তে হবে। তবেই ভালো কিছু সৃষ্টি সম্ভব। সৃষ্টিশীলের আনন্দ জীবনের বড় পাওয়া। আমি এখনো আমি বই পড়ি। অনুবাদ গ্রন্থ আমার প্রিয়। 

ঢাকার পুরানা পল্টনে ‘আদিগ্রন্থ প্রকাশন’ কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত এ আনন্দআড্ডায় সভাপতিত্ব করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন শিশুসাহিত্য সারথি সম্পাদক খ্যাতিমান লেখক কবি সুজন বড়ুয়া। 

তিনি বলেন, অনেকে সাহিত্যকর্ম করেন। কিন্তু সবাই সাহিত্য স্রষ্টা হন না। সুব্রত বড়ুয়া একেধারে বিজ্ঞান লেখক,প্রাবন্ধিক,সম্পাদক, শিশুাসাহিত্যিক, কবি ও উপনাস্যিক। তাঁর সম্পাদনার হাত অসাধারণ। তিনি হয়ত একমাত্র নিভুতচারি লেখক সারাজীবন শুধু লেখেই গেছেন। পুরস্কার,সম্মান আপনা থেকেই এসে ধরা দিয়েছেন। তিনি আমাদের মাঝে আরো বহু বছর বেঁচে থাকবেন এটা আজকের সভার প্রত্যাশা।

সুব্রত বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা আনন্দ উপহার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও কবিগন ফুলের শুভেচ্ছা জানান একে একে। সব শেষে কাটা হয়ে জন্মদিনের কেক।

সভার দ্বিতীয় পর্বে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব লেখক সম্পদ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা খ্যাতিমান লেখক ও গবেষক সিরু বাঙালি, খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, লেখক ও গবেষক বিলু কবীর, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী, কবি ও শিশুসাহিত্যিক রহীম শাহ, অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন নাথ,খ্যাতিমান শিল্পী ও লেখক ধ্রুব এষ, কবি ও শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক আহসান মালেক, লেখক ও উপস্থাপক মনি হায়দার, প্রকৃতি বিষয়ক লেখক মোকারম হোসেন, কবি ও কথাসাহিত্যিক স.ম শামসুল আলম, প্রচ্ছদ শিল্পী আজিজুর রহমান, কবি ইউসুফ রেজা, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, ছড়াকার গোলাম নবী পান্না, কবি হরষিত বালা, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি ও শিশুসাহিত্যিক অমিত কুমার কুণ্ডু, লেখক ও সম্পাদক মামুন সারওয়ার, কবি নজরুল ইসলাম নঈম, লেখক ও প্রকাশক কাদের বাবু, লেখক খন্দকার আতিক, শর্মিষ্ঠা চৌধুরী, শিশুসাহিত্যিক কামাল হোসাইন, আদিগন্ত প্রকাশন-এর কর্ণধার লেখক মোশতাক রায়হান, ফারজানা কাইয়ুম সুবর্ণা, প্রমুখ। পুরো অনুষ্টান সঞ্চালনায় ছিলেন,কবি সুজন বড়ুয়া ও রমজান মাহমুদ। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি