ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমলো ২ ঘণ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪

সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এতোদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশনগুলো দিনে বন্ধ থাকবে তিন ঘণ্টা।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে দুই ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি