ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিকিমে আকস্মিক বন্যায় নিহত ১৪, সেনাসহ নিখোঁজ শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৫ অক্টোবর ২০২৩

ভারতের সিকিমে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন। নিখোঁজ ২২ সেনা সদস্যসহ শতাধিক মানুষ। ভেঙ্গে গেছে অন্তত ১৪টি সেতু। 

ভারী বৃষ্টির প্রভাবে সিকিমের লোনাক হ্রদ উপচে তিস্তা নদীর পানি বেড়ে বন্যা অব্যাহত। চুংথাং বাধ ভেঙ্গে প্লাবিত অসংখ্য এলাকা।

নিখোঁজ ২৩ সেনা সদস্যের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে একজন। এখনও পর্যন্ত ২৫ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

সিকিমের সঙ্গে যোগাযোগের একমাত্র জাতীয় সড়ক ভেঙ্গে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ। কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন স্থানে অন্তত ১৪টি সেতু ভেঙ্গে গেছে। আটকা পড়েছে অন্তত ৩ হাজার পর্যটক। 

দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানাচ্ছে, কয়েকজন ট্রেকার, সেনা এবং ভারত-তিব্বত সীমা পুলিশের কয়েকজন সদস্যও নিখোঁজ রয়েছেন।

এদিকে, গ্যাংটকসহ বিভিন্ন এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ে এরইমধ্যে সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামানংয়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি